Child Health Services, disease

শিশুর ডায়রিয়া

স্বাভাবিক মলত্যাগের পরিবর্তে শিশু ঘন ঘন পাতলা বা জলের মতো পায়খানা করলে তাকে ডায়রিয়া বলে। মল অনেক সময় দুর্গন্ধযুক্ত হয়। এই পর্বে শিশু অসুস্থ হয়ে পড়ে, খিটখিটে বা ঝিমিয়ে পড়ে। অধিকাংশ ডায়রিয়া দু’-তিন দিনের জন্য থাকে এবং নিজে থেকে সেরে যায়।
ডায়েরিয়ায় বিপদের লক্ষণ
এক নাগাড়ে জলের মতো পায়খানা হলে শরীরে জলের অভাব দেখা দেয়। সেই অবস্থা বিপদ ডেকে আনতে পারে। এই জলাভাব একটি জরুরিকালীন পরিস্থিতি। তাই নিম্নলিখিত লক্ষণগুলির দিকে নজর রাখতে হবে:

অতিরিক্ত তৃষ্ণা/বিরক্তভাব
ঘোলাটে চোখ
শুকনো ঠোঁট, জিহ্বা এবং চামড়া
প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া
খুব ঘন ঘন জলের মতো মলত্যাগ
মুখ দিয়ে জল জাতীয় খাবার থেতে অনাগ্রহ
একটি শিশুর উপরোক্ত লক্ষণ দেখা গেলেই দেরি না করে এক জন ডাক্তার দেখানো উচিত
শিশুর মলের সঙ্গে যদি রক্ত আসে তা হলে বুঝতে হবে শিশুর রক্ত আমাশয় হয়েছে। সে ক্ষেত্রে তৎক্ষণাৎ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। শিশুটিকে এ জন্য ওষুধ দেওয়া প্রয়োজন
ডায়েরিয়া প্রতিরোধ
কতগুলি সহজ ব্যবস্থার মাধ্যমে ডায়েরিয়া প্রতিরোধ করা যায় :

পরিশ্রুত পানীয় জল পান
প্রথম ৬ মাস শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ান
শিশু খাওয়ানোর জন্য বোতল এড়ানোর চেষ্টা করুন
মাঝে মাঝে শিশুর হাত ধুয়ে দিন, শিশুর খাবার তৈরির আগে নিজের হাট ভালো করে হাত ধুয়ে নিন, মলত্যাগের পর শিশুকে পরিষ্কার রাখুন
খাবার ঢাকা দিয়ে রাখুন
শিশু টাটকা বানানো খাবার দিন, আগের রেখে দেওয়া খাবার দেবেন না
অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার দেবেন না

Please follow and like us: